শ্যামলবাংলা ডেস্ক : বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে সফল অধিনায়ক নড়াইল এক্সপ্রেস মাশরাফি। এবারের বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের অধিনায়কত্ব করবেন মাশরাফি বিন মোর্তুজা। ২৫ নভেম্বর সোমবার ওই ঘোষণা দেয় দলটির ম্যানেজমেন্ট। দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও টিম ডিরেক্টর গাজী গোলাম মোর্তজাসহ সকলে মতামতের ভিত্তিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা প্লাটুনের ক্রিকেটাররা:
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মাশরাফী বিন মর্তুজা, হাসান মাহমুদ, মেহেদী হামান, আরিফুল হক, রকিবুল হাসান, শুভাগত হোম চৌধুরী, জাকের আলী অনিক, ওয়াহাব রিয়াজ, থিসারা পেরেরা, লরি ইভান্স, শহীদ আফ্রিদি লইস রিস ও আসিফ আলী।
