“আমি দেখেছি তারে”
এম এইচ মুকুল।
===================
আমি পাহাড়কে দেখেছি উন্নত শিরে
নীল দিগন্তে ছুটে যেতে,
আমি হিমালয় দেখেছি গলে গলে ক্ষয়ে ক্ষয়ে
সাগরের বুকে মিশে যেতে।
আমি ঝরনাকে দেখেছি চপল পায়ে
ছন্দ তুলে গান শুনাতে,
আমি তটিনীকে দেখেছি ভরা যৌবনে
সাগরের মোহনায় ফিরে যেতে।
আমি বরষাকে দেখেছি প্রকৃতির মাঝে
হিল্লোলে হিল্লোলে বাদল হয়ে ঝরিতে,
আমি শরৎকে দেখেছি কাশ ফুলের ঢেউয়ে
শিউলী ফোটা প্রভাতে।
আমি হেমন্তকে দেখেছি সোনালী রোদ্দুরে
পাকা ধানের ক্ষেতে,
আমি শৈত্যকে দেখেছি উত্তরী বায়
মাঘের সন্যাসী হতে।
আমি বসন্তকে দেখেছি প্রিয়ার কবরীতে
কুসুম হয়ে ফুটিতে,
আমি নজরুলকে দেখেছি বাতায়ন পাশে
গুবাক তরুর সারিতে।
আমি জসিম উদ্দিনকে দেখেছি
পল্লী মায়ের নকশীকাঁথায়,
আমি জীবনানন্দকে দেখেছি তাঁর
অমর সৃষ্টি বনলতায়,
আমি দেখেছি আমার মানসীটারে
নুপুরের ঝংকারে মনের উঠোন পাড়ি দিতে,
কিন্তু
সেও কি পারেনা জোসনা রাতে খানিক বসিতে
গল্প করিবার তরে হাতখানি রাখিয়া হাতে?