শ্যামলবাংলা ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করলেও বাংলাদেশের কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। এবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা দেব। সিনেমার নাম ‘আন্ডারওয়ার্ল্ড’। এটির প্রযোজনা করবে বাংলাদেশের শাপলা মিডিয়া। ২৬ নভেম্বর মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত ক্লাবে এই সিনেমার নাম ঘোষণা করবেন বলে জানা গেছে। এরই মধ্যে ঢাকা পৌঁছেছেন দেব। তার সঙ্গে রয়েছেন রুক্মিনী মৈত্র ও নির্মাতা কমলেশ্বর মুখার্জি।
সিনেমার গল্পে দেখা যাবে—এশিয়া মহাদেশের বিভিন্ন ডন একাধিক দেশ থেকে বাংলাদেশের ‘আন্ডারওয়ার্ল্ড’ নিয়ন্ত্রণ করছে। গল্পের মূল প্লট এটাই। মাস খানেক আগে এমন গল্প ভাবনা দেব পছন্দ করেন। তখনই সিনেমাটিতে অভিনয়ের বিষয় নিশ্চিত করেন। শুধু তাই নয়, দেব চুক্তিবদ্ধও হয়েছেন বলে জানিয়েছে বিশ্বস্ত একটি সূত্র।
এ সিনেমায় কলকাতা থেকে শুধু দেব অভিনয় করবেন। এ ছাড়া বাংলাদেশ থেকে বাকি শিল্পী ও নির্মাতা নেওয়া হবে। আগামী ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথমে ‘আন্ডারওয়ার্ল্ড’ সিনেমার শুটিং শুরু হবে।

এদিকে আগামী ২৯ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে দেবের ছবি ‘পাসওয়ার্ড’। ওই সিনেমার প্রচারের জন্য আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় এসেছেন দেব। সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। এতে দেবের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা রুক্মিনী। এটি পরিচালনা করেছেন কমলেশ্বর মুখার্জি।
