স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপি গ্যাস পরিবেশকদের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ২৪ নভেম্বর রবিবার জেলা শহরের থানা মোড়স্থ হোটেল আয়সার ইন-এর সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে রাশেদুল হোসেন ডিয়ারকে আহবায়ক, ফেরদৌস আহমেদকে সদস্য সচিব ও মুহিতুজ্জামান মেননকে যুগ্ম আহবায়ক করে ৩ বছর মেয়াদী ওই কমিটি ঘোষণা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, জেলা হোটেল মালিক সমিতির সভাপতি আনোয়ারুল হাসান উৎপল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত ও জেলা পরিবেশক সমিতির সভাপতি অজয় চক্রবর্তী জয়। ওইসময় শেরপুরের অন্যান্য উপজেলার এলপিজি পরিবেশকগণ উপস্থিত ছিলেন।
নবগঠিত এলপি গ্যাস পরিবেশক কমিটির আহবায়ক রাশেদুল ইসলাম ডিয়ার জানান, খুব শিগগিরই ২৬ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
