কুয়াশা ঘেরা শীতের ছড়া
মহিউদ্দিন বিন্ জুবায়েদ
সারা রাত শিশির ঝরে আদুল গাঁয়ে,
কুমড়ো ফুলে নেতিয়ে পড়া হিজল ছায়ে।
কুয়াশায় সব ছেঁয়ে যায় শুভ্রতাতে,
শিয়াল ডাকে শন বনে গভীর রাতে।
ভোর বিহানে ঘাসে জমে শিশির কণা,
আমন ধান মাঠে ছড়ায় আলপনা।
আলো ছড়ায় চিক্ মিক্ ভোরের রবি,
দূর হয় কুয়াশা ও শিশির সবি।
রোদ পোহাতে খোকা খুকু মাদুর পেতে,
শীতের সকাল আসন করে সর্ষে ক্ষেতে।
ভাপা পিঠা চিতই পিঠা নবান্ন উৎসব,
ছুটাছুটি লুটোপুটি হাজার কলরব।