স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে রোটারী চক্ষু হাসপাতালের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে দিনব্যাপী চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর রবিবার শহরের শেখহাটি এলাকায় হাসপাতাল প্রাঙ্গনে রোটারিয়ান আলহাজ্ব দুলাল উদ্দিনের অর্থায়নে ও ময়মনসিংহের কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহায়তায় ওই চক্ষুশিবিরে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজনের জন্য রোগী বাছাই করা হয়।
চক্ষুশিবিরে রোগী দেখেন ডাঃ মনিষা ঘোষ। এদিন প্রায় ২ শতাধিক হতদরিদ্র ও অসহায় রোগী চিকিৎসা নেন। বাছাই শেষে অপারেশন উপযোগী রোগীদের ময়মনসিংহে কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।
চক্ষুশিবিরে শেরপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ডাঃ মোঃ সুরুজ্জামান, সেক্রেটারী মলয় চাকী, রোটারী চক্ষু হাসপাতালের সদস্য সচিব মলয় মোহন বল, রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট শরণ রায়, রোটারিয়ান নাজমুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।