স্টাফ রিপোর্টার ॥ ‘এন্টিবায়েটিকের সফলতার, আপনি-আমি অংশীদার’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে ২৪ নভেম্বর রবিবার সকালে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সদর হাসপাতাল চত্বর থেকে ওই র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, সাধারণ সম্পাদক ডাঃ নাদিম হাসান, জেলা স্বাচিপ’র সভাপতি ডাঃ মামুন জোশ, জেলা সদর হাসপাতালের গাইনি বিভাগের সিনিয়র বিশেষজ্ঞ ডাঃ লুৎফর রহমান, নাক-কান-গলা বিভাগের বিশেষজ্ঞ ডাঃ আব্দুল করিম, আরএমও ডাঃ খাইরুল কবীর সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অপ্রয়োজনে এন্টিবায়োটিকের ব্যবহার রোধে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপন করা হয়।
