হেমন্তী
মইনুল হোসেন প্লাবন

তোমার উঠোনের কোণ থেকে
শিউলী র টুপটাপ ঝরে পড়ার শব্দ
বাতাসে হিমেল ছোঁয়া ঘুরে বেড়ায়।
তুমি নিস্তব্ধ বসে চেয়েছিলে দূর নক্ষত্র পানে।
যখন মেঘেরা ভিজে আসে তোমার গাঁয়ে
কুয়াশাদের মতো ছুঁয়ে ছুঁয়ে যায় তোমাকে,
তুমি পূর্ণিমার গোল চাঁদের আলোয়
কার জোছনা মাখো গাঁয়ে।

প্রাক তারুণ্য থেকে যৌবনে স্বপ্নরা তাড়িয়ে ফিরছে
এই প্রান্তিক ক্ষয়িষ্ণু যৌবনে এসেও,
মু্ক্তি বুঝি মিলবে না স্বপ্নদের এই
মোহময় মোহজাল থেকে।
এ কোন স্বপ্নের বুনো জাল বুনে চলেছি আমি
নীলকন্ঠ পাখীদের মতো!
পূর্নিমার ভরা জোছনায় আকন্ঠ নিমজ্জিত
আমি আজও বয়ে বেড়াচ্ছি, তোমায় ভালবাসি বলে। ।
