বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০১৯ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পানি সরবরাহের পাইপ লাইন স্থাপনের কাজ উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২১, ২০১৯ ১২:০১ অপরাহ্ণ

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় পৌরসভার আওতায় পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে বিভিন্ন ব্যাসের পাইপ লাইন স্থাপনের কাজ উদ্বোধন করা হয়েছে। ২০ নভেম্বর বুধবার বিকেলে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ওই পাইপ লাইন স্থাপনের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
ওইসময় জেলার নকলা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী রোম্মান আরা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মকবুল হোসেন, উপজেলা আনসার বিডিবি অফিসার মো. শরীফ হোসেন, কম্বাইন্ড ডেভলপ্টমেন্ট কর্পোরেশন নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ইয়াকুব আলী, নলকূপ মেকানিক দেবাশীষ কুমার সরকার, রুবেল মিয়া, সুমী আক্তার, সুজন মিয়া, আজিজ মিয়া, মামুন মিয়াসহ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত অন্যান্য কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
উপ-সহকারী প্রকৌশলী রোম্মান আরা জানান, সারাদেশের ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় এই কাজ চলছে। নকলা পৌরসভার ২৪ কিলোমিটার বিশুদ্ধ পানির পাইপ লাইন স্থাপনে প্রাকল্পিক ব্যায় ধরা হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৪৫ হাজার ৪৫৮ টাকা। কম্বাইন্ড ডেভলপ্টমেন্ট কর্পোরেশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠান পাইপ লাইন স্থাপনের এই কাজটি করছে। কাজটি জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের তত্বাবধানে বাস্তবায়নের পরে পৌরসভার কাছে হস্তান্তর করা হবে বলে উপ-সহকারী প্রকৌশলী রোমমান আরা জানান। কাজটি শুরুর পরে ৪ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে বলে ওয়ার্ক অর্ডার অনুযায়ী জানা গেছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!