শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ কৃষকদের ঘাটতি পূরণ ও প্রণোদনা হিসেবে শেরপুরের শ্রীবরদী উপজেলায় ৮শ কৃষকের মাঝে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০ নভেম্বর বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ওইসব বীজ ও সার বিতরণ করা হয়। ওই সময় জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ঘোষণা করা হয়।
এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হাছান। তিনি বলেন, উপজেলায় ৮শ প্রান্তিক কৃষকের মধ্যে প্রতিজনকে ১ কেজি সরিষার বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। তিনি বক্তব্যের এক পর্যায়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাজাহান কবিরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, সহকারি কৃষি অফিসার গোলাম মোস্তফা ও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মৌরি আক্তার। পরে ইঁদুর নিধনের কৃতিত্ব অর্জনের জন্যে কৃষক সোবাহান, সামছুল হক ও আব্দুল হামিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
