শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার হাতে খুন হয়েছেন আবু বক্কর (৬৭) নামে এক বৃদ্ধ কৃষক। ২০ নভেম্বর বুধবার সকালে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত আবু বক্কর স্থানীয় মৃত দুল মাহমুদের ছেলে। বিকেলে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই ঘটনায় শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, পশ্চিম ঝিনিয়া গ্রামের বৃদ্ধ কৃষক আবু বক্করের সাথে দীর্ঘদিন ধরে তার ভাতিজা হাবিবুর রহমানদের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার আবু বক্কর ও তার ছোটভাই আব্দুল মজিদের স্বত্বদখলীয় জমি থেকে কিছু ছন কেটে নিয়ে যায় হাবিবুর রহমান ও তার লোকজন। বুধবার সকাল ৭টার দিকে আবু বক্কর ওই ছন কাটার কারণ জিজ্ঞাসা করলে হাবিবুর রহমান ও তার লোকজনের সাথে তর্কাতর্কি শুরু হয়। এর এক পর্যায়ে তারা শাবল ও লোহার রডসহ লাঠিসোটা নিয়ে আবু বক্করের উপর হামলে পড়ে এবং তাকে আঘাতে গুরুতর রক্তাক্ত জখম করে। ডাক-চিৎকারে পরিবারের লোকজনসহ অন্যান্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করলেও ততক্ষণে কৃষক বক্কর প্রাণ হারান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
