বুধবার , ২০ নভেম্বর ২০১৯ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পরিবার পরিকল্পনা বিভাগের বিশেষ সেবা ক্যাম্পের উদ্বোধন করলেন হুইপ আতিক

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২০, ২০১৯ ৮:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পরিবার পরিকল্পনা বিভাগের আওতায় নারীদের স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি ব্যবহারে বিশেষ সেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ২০ নভেম্বর বুধবার সকালে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র প্রাঙ্গণে ওই সেবা ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। উদ্বোধনী দিনে ওই সেবা ক্যাম্পে ৬০ জন নারী স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি গ্রহণ করেন। ওইসময় তিনি বলেন, সদর উপজেলার ১৪ ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে দীর্ঘদিন ধরে স্থবিরতা বিরাজ করছিল। গত ৩ মাসে এখানে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। এখন প্রতিদিন পদ্ধতি ব্যবহারে উঠান বৈঠকসহ বিশেষ ক্যাম্প পরিচালিত হচ্ছে। এতে অনিচ্ছাকৃত গর্ভধারণ কমে আসছে। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু রোধে নিরলস কাজ করছেন। এ লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সদর উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, সহকারী পরিচালক মোদাব্বের হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকবর আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মন্টু প্রমুখ।
সভাপতির বক্তব্যে ডাঃ শারমিন রহমান অমি উপস্থিত নারীদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে শেরপুর সদরে মাতৃ সদন ২৪ ঘন্টা মানুষের জন্য খোলা থাকে। আপনারা কেউ বাড়িতে ডেলিভারী করাবেন না। এতে যেকোন সময় মা অথবা শিশু মারা যেতে পারে। তাই রাত-দিন যেকোন সময় আমাকে ফোন দেবেন। আমি আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি। গর্ভবতী মায়েদের সেবায় শেরপুর সদর উপজেলাকে ওই কর্মকর্তা দেশের রোল মডেল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পরে হুইপ আতিক ওই স্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!