শ্যামলবাংলা ডেস্ক : রাজধানী ঢাকার টিকাটুলিতে ’রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ২০ নভেম্বর বুধবার বিকেল সোয়া ৫টার দিকে লাগা মার্কেটটির আগুন সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে।
দমকল বাহিনীর কর্তব্যরত কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক ওই তথ্য নিশ্চিত করে জানান, আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর ২৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং কেউ হতাহত হয়েছেন কিনা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দোতলার একটি ইউনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ছোটাছুটি শুরু করি। মার্কেটের দোতলায় যে পাশে আগুন লেগেছে সেখানে বেডশিট, কাপড়, টেইলার্সের ৩০-৩৫টি দোকান ছিল। অল্প সময়ের মধ্যে অন্য ইউনিটগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।