মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০১৯ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সাড়া ॥ দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল শুরু

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৯, ২০১৯ ১০:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সাড়া দিয়ে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশোধনের দাবিতে বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের জন্য উদ্ভুত অবস্থার প্রেক্ষিতে আয়োজিত এক জরুরি সভার সিদ্ধান্তের আলোকে বিকেল ৪টা থেকে শেরপুর-ঢাকা রুটসহ অন্যান্য রুটে ওই বাস চলাচল শুরু হয়। এর মধ্য দিয়ে যাত্রী সাধারণের সাময়িক দুর্ভোগের অবসান হয়েছে।
জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে ওই জরুরি সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিঃ) আব্দুল্লাহ আল মামুন, জেলা বাস মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায়
উল্লেখ্য, নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ১৮ নভেম্বর সকাল থেকে শেরপুর থেকে ঢাকাসহ দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!