নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভুট্টা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ১৯ নভেম্বর মঙ্গলবার সকালে নকলা উপজেলা পরিষদ মিলনায়তনে ৭শ জন কৃষকের হাতে ২০ কেজি ডিএপি ১০ কেজি পটাশ ও ২ কেজি ভুট্টা বীজ তুলে দেন প্রধান অতিথি নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মন্নাফ খান, নকলা উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রিপনসহ উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস।
