ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে প্রান্তিক চাষীদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। ১৯ নভেম্বর মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ওইসব প্রণোদনা বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।
প্রণোদনা বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন কবীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান প্রমুখ। এদিন কৃষকদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে উপজেলার ৭টি ইউনিয়নের ৫শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রতিজনকে ১ কেজি করে উন্নতমানের সরিষা বীজ ও ৩০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।
