ভাগ্যগুণে এই ধরাতে তুমি যেমন এলে,
তোমার মতই এলো ভবে সেই মেথরের ছেলে।
একটুও দোষ নেই কোনো তার ছোট্ট বংশে আসায়
তবে কেন কৃপণ হবে তাকে ভালোবাসায়?
মহাজ্ঞানী সৃষ্টিকর্তা ভেবেই করেন সৃষ্টি
একটু ভেবে দেখ তুমি মেলে অন্তর্দৃষ্টি।
পায়ের জুতো করতে পলিস জন্ম দিলেন মুচি
বাবুর্চিকে কর্ম দিলেন পূরণ করতে রুচি।
জঙ্গলের ন্যায় না হয় যেন তোমার মাথার চুল
নাপিত গড়তে তাইতো তিনি করেননি যে ভুল।
দামী গাড়ি নিয়ন্ত্রণে গড়েন দক্ষ চালক
সুদক্ষ যে দেখ কেমন মোদের প্রতিপালক।
সুন্দর বাড়ি গড়তে তোমার কারিগরের দরকার
দেশের জন্য লাগে যেমন সুদক্ষ এক সরকার।
সরকারের কাজ করতে সঠিক লাগে থানার পুলিশ
যেথায় গিয়ে বিচার চেয়ে করতে পার নালিশ।
সবাই যদি ফিরে এসে দেখে নিজের ঘরে
বাড়ি-ঘরের টয়লেট যত গিয়েছে সব ভরে!
আরাম করে চলাচলের রাস্তা ছিলো যত
আবর্জনায় গেছে ভরে নর্দমারই মত!
খুঁজবে মানুষ ওসব তুমি করতে পরিষ্কার
তোমার তরেই করা হল মেথর আবিষ্কার!
কী রহস্য সৃষ্টিতে যে একটু দেখ ভেবে
উঁচুনিচু পরিপূরক সবাই কল্যাণ দেবে।