স্টাফ রিপোর্টার ॥ পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর সোমবার বিকেলে শহরের গৃর্দানারায়ণপুর এলাকা থেকে মিছিলটি বের হয়ে রঘুনাথ বাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
ওইসময় জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ বাদল, সাইফুল ইসলাম স্বপন, আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট মুখলেছুর রহমান জীবন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.কে মুরাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ পলাশ, আক্রামুজ্জামান রাহাত, শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়নাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
