এখানেই সাজিয়েছিলে তুমি
চিরচেনা সেই স্মৃতির ঘাসফড়িংকে।
গভীর আলোকিত পথ বেয়ে
নেমে আসা এক অনন্য পৃথিবী।
ছোট্ট শান্ত নদীর বুকজুড়ে থাকে আকাশের ছায়া।
গাঢ় জোছনার মায়া কী রূপই না ছড়ায়!!
টলমল জলের বুকে বেড়ে ওঠা
কিছু লাল পদ্মের হাসি আমাতে ছড়িয়ে।
দারুণ ছন্দে ভরা
অপার সুখের অপরুপ মায়ায় ঘেরা তুমি।
এ মায়াতে দেখতে পেয়েছিলে তুমি
তোমার অদ্ভুত এক কায়া।
সেই পৃথিবীর সবগুলো পথ
ফুলের মত পবিত্র।
পিচঢালা স্বর্গীয় সেই পথে
নিমিষেই ওঠে প্রবল ঘূর্ণি।
মেঘ ভাঙা রোদ যখন আমাকে রাঙিয়ে দিতো
তখন আমি সেই রাঙানো মন নিয়ে
সবুজ মেঠোপথে দৌড়ে যেতাম এপাশ-ওপাশ
দোল খাওয়া ধানের পাতায়, প্রজাপতি দৃষ্টি মেলে চেয়ে থাকতাম।
তুমি আমার সেই দৃষ্টিকে প্রসারিত করতে
ঢেউ খেলানো বাতাস দিয়ে!
হাতে থাকা নীল ঘুড়িটাকে
উড়িয়ে দিতে আদিগন্ত আকাশপানে //