শ্যামলবাংলা ডেস্ক : তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান বলেছেন, শেখ হাসিনার সরকার গণমাধ্যম বান্ধব। গণমাধ্যম আজ সত্য প্রকাশে উন্মুক্ত। বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছাতে গণমাধ্যমকে সরকার সর্বত্র সহযোগিতা করছে। গণমাধ্যম কর্মী আইন সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করবে। তিনি ১৭ নভেম্বর রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম এবং ফটোগ্রাফি ডিপার্টমেন্টের স্টুডিওতে বিজেসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিভি ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের যৌথ উদ্যোগে ’ফেক নিউজ ভার্সেস জার্নালিজম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
সেমিনারে ছাত্র -ছাত্রীদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ফেক নিউজ কেন হয়? হয় কারণ সমাজে রয়েছে প্রচুর ফেক সম্পাদক, ফেক সাংবাদিক, ফেক রাজনীতিক। সংবাদমাধ্যমের সাংবাদিক বা সম্পাদক হিসেবে তার দায়িত্ব একটি, বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়া।
সংবাদশাস্ত্রের ধ্রুপদী চরিত্রের সঙ্গে ‘ফেক নিউজ’ বৈশিষ্ট্যটি সাংঘর্ষিক হয়ে পড়ে। কেননা, নিউজ মাত্রই তা বস্তুনিষ্ঠ হতে বাধ্য।
বর্তমান সময়ে বৈশ্বিক বাস্তবতার বিচারে বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীন মত প্রকাশের অধিকার অনেক বেশি। সাংবাদিকদের আদর্শ-নৈতিকতা, সংবাদ মাধ্যমের মালিকপক্ষ-সরকার সম্পর্ক ও জনমনে প্রভাবসহ আরও বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী। সরকারের তথ্য মন্ত্রণালয় গুজব প্রতিরোধে মনিটরিং সেল কাজ করছে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন হলুদ সাংবাদিকতা, গুজব নিয়ন্ত্রণে বর্তমান সরকার অনলাইন নিউজ পোর্টালকে রেজিষ্ট্রেশন মাধ্যমে অপারেট করবে। অনলাইন নিউজ পোর্টালগুলোকে একটা আইনি ফ্রেমে আনার দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে সরকার ।
সেমিনারে বিভিন্ন মিডিয়ার প্রথিতযশা সাংবাদিক তাদের গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন।
