শ্যামলবাংলা ডেস্ক : ফুটবল তারকা দিদিয়ার দ্রগবা আইভরি কোস্টে বনভূমি উজাড় হওয়া বন্ধে শুক্রবার তার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন। ওই কর্মসূচির আওতায় তার ১০ লাখ গাছ লাগানোর কথা রয়েছে।
আইভরি কোস্টের প্রধান নগরী আবিদজানে বন ও পানি সম্পদ মন্ত্রী অ্যালেইন রিচার্ড ডনওয়াহি বলেন, ‘একদিনে ১০ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচি হচ্ছে প্রথম পদক্ষেপ। আর এটি দেশটির বনভূমি উজাড় রোধের যাত্রার শুরু মাত্র।’ তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে ২০৩০ সাল নাগাদ কমপক্ষে ৩০ শতাংশ বনভূমি উদ্ধার করা।’ খবর এএফপি’র।