শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ একাত্তরের ১৪ নভেম্বর শেরপুরের শ্রীবরদীর রাজার পাহাড়ে পাক হানাদার বাহিনীর সাথে সন্মুখ যুদ্ধে ৫ জন বীরমুক্তিযোদ্ধা শহীদ হয়। ওইসব শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভার মধ্যে পালিত হয়েছে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া রাজার পাহাড় যুদ্ধ দিবস। এ উপলক্ষে ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে কর্ণঝোড়া রাজা পাহাড় যুদ্ধ দিবস উদ্যাপন কমিটির উদ্যোগে সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু ছালেহ মো. নুরুল ইসলাম হিরো।
ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. জিন্নত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, হামিদুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, নজরুল ইসলাম, সিংগাবরুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান, ইউনিয়ন আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা রহুল আমিন, সাধারন সম্পাদক ফখরোজ্জামান, সাবেক ইউপি সদস্য জাহান আলী, সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক কামরুজ্জামান লিপন, যুগ্ম-আহবায়ক ইব্রাহীম, যুবলীগ নেতা মাহফুজুর রহমান হিটলার, আ’লীগ নেতা মোক্তারুজ্জামান মুক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও রাজার পাহাড় যুদ্ধ দিবস উদযাপন কমিটির পরিচালক হাবিবুর রহমান হাবিব।
ওই সময় বক্তারা শহীদদের স্মৃতিচারন করে বলেন, ১৯৭১ সনের এই দিনে রাজার পাহাড়ে পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়। ওই যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, বছির উদ্দিন, ইসমাইল হোসেন, আজিজল হক ও আব্দুর রহমান শহীদ হন। তাদের স্মরণে প্রতি বছর ১৪ নভেম্বর যুদ্ধ দিবস পালন করা হয়। বক্তারা শহীদদের স্মৃতিবিজরিত এলাকা হিসেবে স্মৃতিস্তম্ভ নির্মাণ ও পর্যটন করার দাবি তুলেন।