ময়মনসিংহ প্রতিনিধি : আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা বিধানকল্পে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নির্বাহী ম্যাজিট্রেট) কতিপয় অপরাধ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আমলে নিয়ে দন্ড আরোপের সীমিত ক্ষমতাসহ মোবাইল কোর্ট পরিচালনার লক্ষ্যে মোবাইল কোর্ট আইন প্রণীত হয়। জনস্বার্থে সঠিক আইন মোতাবেক মোবাইলকোর্ট পরিচালনা করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রতি আহবান জানিয়েছেন ময়মনসসিংহের বিভাগীয় কমিশনার খোন্দাকার মোস্তাফিজুর রহমান এনডিসি। তিনি মোবাইল কোর্টের খুটিনাটি বিষয় তুলে ধরেন।
গতকাল দুপুরে ময়মনসিংহের উচ্চ মাধ্যমিক প্রশিক্ষণ ইনস্টিটিউট হলরুমে ময়মনসিংহ বিভাগের সকল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি), জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারদের এক দিনব্যাপী মোবাইল কোর্ট বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্যদানকালে এসক কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএইচ এম লোকমান, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। কর্মশালায় বিভাগের ১১৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী কমিশনারগণ অংশ নেন।
