যদি আকাশ চাও তবে কিনে দেবো
আমার ঘাস ফড়িংটা দিয়ে মস্তো একটা আকাশ পাবো।

যদি সাগর চাও তবে কিনে দেবো
আমার নদীটা দিয়ে মস্তো একটা সাগর পাবো।
যদি পাহাড় চাও তবে কিনে দেবো
আমার ঘাসফুলটা দিয়ে মস্তো একটা পাহাড় পাবো।

শুধু একবার আমাকে চেয়ে দেখো
আমি বারবার তোমার হয়ে যাবো।
