শুক্রবার , ১৫ নভেম্বর ২০১৯ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দাম্পত্য সুখ নিয়ে যা বললেন তাহসান

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৫, ২০১৯ ৫:২৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : সত্যিকারের মানবিক সম্পর্কের মাঝেই সব সুখ বলে জানিয়েছেন জনপ্রিয় তারকা তাহসান। তিনি বলেন, অনেকের সঙ্গে সম্পর্ক থাকে। এর মধ্যে অনেক সম্পর্কই মেকি। আর সত্যিকারের সম্পর্ক যখন কারও সঙ্গে থাকবে, সেই ব্যক্তির অর্থবিত্ত থাকুক বা না থাকুক, আমরা সুখী হই তার সঙ্গে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনি তথ্য জানিয়েছেন তাহসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে তাকে একটি রেডিও চ্যানেলের মুখোমুখি হতে দেখা যায়। আলাপচারিতার একপর্যায়ে সম্পর্কের ব্যাপারে নিজের অভিমত জানান তাহসান।
জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ৭৫ বছর ধরে একটি গবেষণা চলেছে। ওই জরিপে ৭০ থেকে ৭৫ বছর বয়স্ক ব্যক্তিদের কাছে সম্পর্কের সংজ্ঞা জানতে চাওয়া হয়। গবেষণা শেষে নানা তথ্য-উপাত্তের বরাত দিয়ে গবেষকরা জানান, সত্যিকারের মানবিক সম্পর্কের মাঝেই সুখ পাওয়া যায়।
তাহসান আরও জানান, অনেক দম্পতিকে বাইরে থেকে খুব সুখী মনে হয়, কিন্তু সত্যিকারের সুখ সেখানে থাকে না। অনেক সম্পর্ক আছে যেটিকে বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও তারা সত্যিকার অর্থে সুখী। ছোট পর্দার ব্যাপক জনপ্রিয় অভিনেতা তাহসান সম্প্রতি শততম নাটকে অভিনয়ের মাইলফলক পূর্ণ করেছেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!