স্টাফ রিপোর্টার ॥ ‘আসুন, পরিবারকে ডায়াবেটিসমুক্ত রাখি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ নভেম্বর বৃহস্পতিবার শেরপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ৯টায় শহরের মাধবপুর এলাকার শেরপুর ডায়াবেটিক সমিতি থেকে এক শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের সেখানে গিয়ে শেষ হয়। পরে সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঠান্ডু, জেলা সেক্টরস কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, মানবাধিকারকমী এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, নাগরিক সংগঠন জনউদ্যোগ, শেরপুরের আহবায়ক আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মনিরুজ্জামান, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শক্তিপদ পাল প্রমুখ।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

