স্টাফ রিপোর্টার ॥ খেলাঘরের জাতীয় পরিষদ সদস্য ও শেরপুরের পাতাবাহার খেলাঘর আসরের সহ-সভাপতি, শেরপুর রোটারী ক্লাবের সেক্রেটারী ও সরকারি আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক মলয় চাকীর মা প্রনতি রানী চাকী (৭৫) ১১ নভেম্বর সোমবার দুপুরে শহরের তেরাবাজারস্থ বাসায় বার্ধক্যজনিত রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। সন্ধ্যায় স্থানীয় পৌর শেরীশ্মশানে তার শেষকৃত অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার ও সাধারণ সম্পাদক প্রণয় সাহা, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম, শেরপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট আলহাজ্ব ডাঃ মোঃ সুরুজ্জামান, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার ও জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু গভীর শোক প্রকাশ করেছেন।
