স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ঔষধ রাখার দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১২ নভেম্বর মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাতের নেতৃত্বে সদর উপজেলার কুসুমহাটি বাজারে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে ৩টি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ঔষধ রাখার দায়ে ড্রাগস অ্যাক্ট ১৯৪০ অনুসারে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে ভবিষ্যতে এমন গর্হিত অপরাধ না করার জন্য ফার্মেসিগুলোকে সতর্ক করে দেওয়া হয়। ওইসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত জানান, শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় জনস্বার্থে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।