মঙ্গলবার , ১২ নভেম্বর ২০১৯ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসিকে আটকানোর উপায় বললেন উইলিয়ান

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১২, ২০১৯ ৫:৫৯ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : বার্সেলোনার হয়ে লা লিগার সর্বশেষ ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে অসাধারণ এক হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। লা লিগার প্রথম ফুটবলার হিসেবে ফ্রি কিক থেকে দুই গোল এবং পেনাল্টি থেকে এক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন। এই ফর্ম এখন জাতীয় দলের হয়ে ব্রাজিলের বিপক্ষে দেখানোর পালা মেসির। সৌদি আরবের রিয়াদে আগামী ১৫ নভেম্বর মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা।
কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে হারে আর্জেন্টিনা। ওই ম্যাচে মেসি অভিযোগ করেন কনমেবল দুর্নীতি করে ব্রাজিলকে ফাইনাল জেতানোর পায়তারা করছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে লাল কার্ড দেখেন তিনি। এছাড়া দুর্নীতির অভিযোগ আনায় তিন মাস নিষিদ্ধ হন বার্সেলোনা তারকা। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তাই আর্জেন্টিনা তারকা শোধ নেওয়ার অপেক্ষায় আছেন।
তবে ব্রাজিল ফরোয়ার্ড উইলিয়ান কিভাবে মেসিকে আটকাতে হবে সেই পথ বাতলে দিলেন। বললেন, মেসিকে আটকানোর জন্য তাকে চোখে চোখে রাখার দরকার নেই। চেলসি ফরোয়ার্ড বলেন, ‘মেসি বড় ফুটবলার। বিশ্ব সেরা। আমরা আগেও আর্জেন্টিনার বিপক্ষে তার মুখোমুখি হয়েছি। এবারও তাই তার মুখোমুখি হওয়ার মধ্যে বিশেষ কোন পার্থক্য নেই। তার দিকে অবশ্যই আমাদের বাড়তি নজর থাকবে। আমরা চেষ্টা করবো মাঠে তার বিচরণের জায়গা কমিয়ে দিতে। তার আশ-পাশে যারা থাকবে তাদের জায়গা বন্ধ রাখতে।’
মেসির ফেরা নিয়ে ব্রাজিল অধিনায়ক থিয়োগা সিলভা বলেন, ‘আমরা মেসি ফেরায় চিন্তিত নয়। তার বিপক্ষে খেলতে হবে জেনে গর্ব হচ্ছে। আর্জেন্টিনার দলে তাদের তারকা ফুটবলার মেসি আছেন। আমাদের নেইমার নেই। তবে ব্রাজিল মানে ব্রাজিলই। কোপা আমেরিকা জিতে সেটা আমরা প্রমাণ করেছি। ব্রাজিল-আর্জেন্টিনার আগের ম্যাচগুলো দেখলে বোঝা যাবে এটা সবসময়ই দারুণ এক ম্যাচ। গোলের খেলা হওয়ার সম্ভাবনা থাকে। এ ম্যাচে দু’দলেরই জয়ের সম্ভাবনা ৫০ ভাগ।’

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!