স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সহায়তায় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণ হয়েছে হতদরিদ্র পরিবারের দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী ফজলুল হকের। ১১ নভেম্বর সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধী ফজলুলের হাতে এককালীন নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। ওইসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ জেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, এনডিসি মিজানুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, সদর উপজেলার সাপমারী গ্রামের দরিদ্র কৃষক হানিফ উদ্দিনের সন্তান দৃষ্টি প্রতিবন্ধী ফজলুল হক ২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটে ভর্তির সুযোগ পায়। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে সে সুযোগ পাবার পরও ভর্তি হতে পারছিল না। তার আবেদনের প্রেক্ষিতে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব ফজলুলকে নিজ কার্যালয়ে ডেকে ২৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতেও তাকে সর্বাত্মক সহায়তায় আশ্বাস দেন। সেইসাথে ফজলুলের দৃষ্টি না থাকা সত্ত্বেও তার অভূতপূর্ব সাফল্যের ভূয়সী প্রশংসা করে তার প্রতি আন্তরিক শুভকামনা জ্ঞাপন করেন।
এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ জেড মোরশেদ আলী এক প্রতিক্রিয়ায় জানান, এ ধরনের অনুদান ডিসি মহোদয়ের এক মহানুভবতা। এটি শুধু অনুদান না, এটি শিক্ষার মানোন্নয়নেরও বিষয়। তাৎক্ষণিক এরকম উপকার সহজ বিষয় নয়। তাই এই মানবিকতা প্রশংসনীয়।
