রবিবার , ১০ নভেম্বর ২০১৯ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের এডভোকেট সাইফুল আমীনের ইন্তেকাল

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১০, ২০১৯ ২:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সমিতির সর্ব বয়োঃজ্যেষ্ঠ সদস্য আলহাজ্ব এডভোকেট সাইফুল আমীন (৮০) আর নেই (ইন্নালিল্লাহে……..রাজেউন)। তিনি ৯ নভেম্বর শনিবার সকালে শহরের চকপাঠকস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে পড়লে পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর সোয়া ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। তিনি নালিতাবাড়ী উপজেলার রাজনগর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সদস্য ছিলেন। এদিকে তার মৃত্যুতে আইনজীবী অঙ্গনসহ শহরে শোকের ছায়া নেমে আসে।
রবিবার সকাল ১০টায় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের লাশ তার পেশাগত কর্মস্থল জেলা আইনজীবী সমিতির অফিস অঙ্গণে রাখা হয়। সেখানে সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার শান্তিকামনাসহ শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সিনিয়র আইনজীবী এডভোকেট নিতাই লাল হোড় প্রমুখ। ওইসময় সাবেক সংসদ সদস্য এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারসহ বর্তমান ও সাবেক কর্মকর্তাসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে সকাল সাড়ে ১১টায় শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন পৌর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে আইনজীবী, রাজনৈতিক নেতা-কর্মীসহ বিভিন্ন স্তরের মুসল্লীরা শরিক হন। সোমবার সকালে মরহুমের লাশ চাপাতলীস্থ পৌর কবরস্থানে দাফন করা হবে। এছাড়া ওইদিন দুপুরে তার মৃত্যুতে জেলা ও দায়রা জজ আদালতে ফুল কোর্ট রেভারেঞ্জ অনুষ্ঠিত হবে। ওইদিন আইনজীবীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!