স্টাফ রিপোর্টার ॥ ‘চারমাত্রিক সাংস্কৃতিক আন্দোলন’র সংগঠন চারুনীড়ম ইনস্টিটিউটের শেরপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক কর্মী আবু রায়হান পাভেলকে মহাপরিচালক ও তরুণ কণ্ঠশিল্পী ইউসুফ আলী রবিনকে সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হচ্ছেন যুগ্ম সচিব তানজির আহমেদ বিশাল, অর্থ সম্পাদক প্রদীপ সাহা কার্তিক, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব বাবুল, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক রানা আহমেদ, সঙ্গীত বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, নৃত্য বিষয়ক সম্পাদক তানবীন নূর জেসি, ভাষা-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান সরদার, আবৃত্তি বিষয়ক সম্পাদক শ্যামলি মালাকার, নাটক বিষয়ক সম্পাদক আলম হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সোহেল, বটমূল ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফকির শহিদ, দপ্তর বিষয়ক সম্পাদক জহির উদ্দিন, উপজেলা প্রতিনিধি সদস্য আরিফুল ইসলাম।
উল্লেখ্য, কেন্দ্রীয় চারুনীড়ম ইনস্টিটিউট’র চেয়ারম্যান বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক সংগঠক গাজী রাকায়েত। দেশের ৬৪টি জেলায় এ সংগঠনের শাখা সৃষ্টির মাধ্যমে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উপজেলা ও জেলা পর্যায়ে মাতৃভাষা, মুক্তিযুদ্ধ, বটমূল ও চলচ্চিত্র-সংস্কৃতির এ ৪টি মাত্রাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করবে।
