স্টাফ রিপোর্টার ॥ সদ্য অনুষ্ঠিত শেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে জয়ী চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান ও সাবিহা জামান শাপলার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের ওই শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি। ওইসময় তিনি নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের অভিনন্দন জানিয়ে বলেন, এলাকার জনগণ যে প্রত্যাশা নিয়ে তাদের নির্বাচিত করেছেন, সেই জনপ্রত্যাশা পূরণে আন্তরিকতা ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এএইচএম লোকমানসহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, শেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মজদুল হক মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর পঞ্চম উপজেলা পরিষদের শেষ ধাপে ইভিএমে সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীকে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চেয়ারম্যান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আশরাফুল আলম মিজান ও সাবিহা জামান শাপলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন।
