ময়মনসিংহ প্রতিনিধি ॥ ‘ট্রাফিক আইন ভাঙবো না, জরিমানা দিবো না’ ‘আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ বিষয়ক প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের আয়োজনে ওই কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার)। ওই সময় ময়মনসিংহ জেলার শিক্ষাবিদ অধ্যাপক আমীর আহমেদ চৌধুরী রতন, অতিরিক্ত পুলিশ সুপার আল আমীন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, কোতোয়ালী থানার ইনচার্জ মাহমুদুল ইসলাম ও জেলা ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে গাড়ি চালক ও মোটর শ্রমিকদের মাঝে সড়ক আইন বিষয়ে প্রচারপত্র বিলি করেন প্রধান অতিথি ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএমসহ অন্যান্যরা।
