নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় জেএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রে অবস্থান করায় রনি মিয়া (২৩) নামে এক কোচিং শিক্ষককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান ওই সাজার আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শিক্ষক সদর উপজেলার আন্ধারিয়া সুতিরপাড় (কবিরপুর) এলাকার আজাহার আলীর ছেলে। পরে নকলা থানা পুলিশ দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষককে কারাগারে প্রেরণ করে।
জানা যায়, ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে নকলা উপজেলার জেএসসি পরীক্ষার ২নং ভেনুতে পরীক্ষা শুরু হয়ে গেলেও কোচিং শিক্ষক রনি মিয়া পরীক্ষা কেন্দ্রে থেকে যায়। ওইসময় অন্যান্য শিক্ষকরা তাকে কক্ষ পর্যবেক্ষক ভেবে কিছু বলেননি। কিন্তু পরীক্ষার্থীর হাতে প্রশ্ন সরবরাহ করার পরে রনি মিয়া কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার সময় বিষয়টি কেন্দ্রের সচিবসহ যথাযথ কর্তৃপক্ষকে জানালে তাৎক্ষণিক তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পরীক্ষা চলাকালীন সময়ে বহিরাগত হিসেবে কেন্দ্রে প্রবেশের অপরাধে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
