বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০১৯ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাসদের এমপি মঈন উদ্দীন খান বাদল আর নেই

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৭, ২০১৯ ২:১২ অপরাহ্ণ

চট্টগ্রাম : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল মারা গেছেন। ৭ নভেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে বাংলাদেশ জাসদের কার্যকরী পরিষদের সভাপতি বাদলের বয়স হয়েছিল ৬৭ বছর। দুই বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। এরপর থেকেই অসুস্থ ছিলেন এই নেতা। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
মঈন উদ্দীন খান বাদলের চাচাত ভাই মো. ইব্রাহিম গণমাধ্যমকে ওই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে মরহুমের মরদেহ দেশে আনা হবে। মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মঈন উদ্দীন খান বাদল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। নবম, দশম ও একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন তিনি।
তার মৃত্যুতে জাসদ একাংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে দেশ একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হারালো। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!