জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি’ ২০১৮-২০১৯ অর্থবছরের আওতায় শেরপুরের নকলা পৌরসভার উপকারভোগীদের স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষ্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর বুধবার উপজেলা পরিষদের নতুন হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিস আয়োজিত ওই হেলথ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাজমুস সাকিব, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক প্রমুখ। অনুষ্ঠানে পৌরসভার ৪০০ জন উপকারভোগী মহিলাদের মাঝে স্বাস্থ্যসেবা সামগ্রী বিতরণ ও বিনামূল্যে দিনব্যাপি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ওই সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, মহিলা বিষয়ক অফিসের কর্মচারী, উপকারভোগী মহিলা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।