স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি ঘোষিত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মনোনীত হয়েছেন শেরপুরের সন্তান ছাত্রনেতা নুর-ই-আলম সিদ্দিক। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় সাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানানো হয়েছে।
জানা যায়, শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের খরখরিয়া গ্রামের আব্দুস সালাম মাস্টার ও রোকেয়া বেগমের সন্তান নুর-ই-আলম সিদ্দিক ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে জড়িয়ে পড়েন। এ বছর তিনি ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি ডিগ্রী সম্পন্ন করেছেন। তিনি এর আগে শেরপুর জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মনোনীত হওয়ায় সভাপতি ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও অনুপ্রেরণায় আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই।