স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নৈশ কোচিং পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উইজডম ও দি ২ কোচিং সেন্টার বন্ধ করা হয়েছে। ৩ নভেম্বর রবিবার রাতে শহরের খরমপুর এলাকায় ওই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ। কোচিং সেন্টার দুটো হচ্ছে উইজডম ও দি শেরপুর কোচিং সেন্টার।
জানা যায়, সারাদেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় সকল প্রকার কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে জেলা প্রশাসন থেকে শেরপুরের সকল একাডেমিক কোচিং বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু ওই নির্দেশনা অমান্য করে শহরের খরমপুর এলাকায় উইজডম ও দি শেরপুর কোচিং সেন্টার শিক্ষার্থীদের কোচিং করাচ্ছিলেন শিক্ষকরা। গোপন সূত্রে খবর পেয়ে জেলা প্রশাসক আনার কলি মাহবুবেব নির্দেশনায় রবিবার রাতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওইসময় দু’টি কোচিং সেন্টার প্রথমবারের মতো অপরাধ করায় ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় মুচলেকা নিয়ে কোচিং মালিকদের ছেড়ে দেয়া হয়। সেইসাথে কোচিং বন্ধ ঘোষণা করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদ শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শেরপুর জেলা প্রশাসন আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সকল সম্মানীত শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকগণকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।
