স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেল হত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর রবিবার বিকেলে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।
সভাপতির বক্তব্যে হুইপ আতিউর রহমান আতিক বলেন, ঐতিহাসিক ৩ নভেম্বর জাতির ইতিহাসে অন্যতম বেদনাবিধূর ও কালিমালিপ্ত এক দিন। পচাত্তরের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহকর্মী ও জাতীয় ৪ নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে রক্তাক্ত অধ্যায়ে ৩ নভেম্বর সংঘটিত হয় ইতিহাসের জঘন্য নৃশংস ও বর্বরোচিত জেল হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুকে হত্যার চক্রান্তকারীদের পাঠানো ঘাতকরাই কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করে জাতির ৪ সূর্যসন্তানকে কারাগারে নিরাপদ আশ্রয়ে থাকাবস্থায় এমন হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল। অথচ এমন হত্যাকাণ্ডের বিচারের পথও রুদ্ধ করেছিল তৎকালীন সরকার। পরবর্তীতে বঙ্গবন্ধুর তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নির্বাচনী প্রতিশ্রুতির আওতায় ওই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পরে হলেও জাতিকে কলঙ্কমুক্ত করা হয়েছে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মোঃ খোরশেদুজ্জামান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল প্রমুখ। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
