নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় খেলতে গিয়ে আকিব ইসলাম খান অমি (১২) নামে ৫ম শ্রেণিপড়–য়া এক ছাত্র নিখোঁজ হয়েছে। ২ নভেম্বর শনিবার বিকেলে উপজেলা শহরের নাজমুল স্মৃতি সরকারি কলেজের মাঠে খেলতে যাওয়ার পর থেকে ওই শিক্ষার্থীর সন্ধান মিলছে না। সে নালিতাবাড়ী পৌর শহরের পূর্ব কালিনগর এলাকার আব্দুর রউফ খানের ছেলে এবং স্থানীয় শাহিন স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী। ওই ঘটনায় অমির বাবা নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
জানা যায়, শনিবার বিকেলে অমি প্রতিদিনের মতো নাজমুল স্মৃতি সরকারি কলেজের মাঠে খেলতে যায়। কিন্তু আছর নামাজের পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার সময় অমির পরনে ছিল হলুদ গেঞ্জি এবং লাল প্যান্ট। এ দিকে নিখোঁজ শিক্ষার্থী অমির সন্ধান চেয়ে নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। কেউ নিখোঁজ অমির সন্ধান পেলে ০১৭১৪৯৩৫২৫৮ এবং ০১৭১৬৯৪৫৩৬৭ নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ওই ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। প্রতিটি থানায় ওয়্যারলেস মেসেজ ও অমির ছবি পাঠানো হয়েছে।
