স্টাফ রিপোর্টার ॥ ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় সমবায় দিবস-২০১৯ পালিত হয়েছে। ২ নভেম্বর শনিবার সকালে জেলা কালেক্টরেট চত্ত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপির নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা ইয়াকুব আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, কাকলী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মানিক দত্ত, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি প্রমুখ।
অনুষ্ঠানে সমবায়ীসহ জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।