ভুলেই তো যাচ্ছি তোকে
তবে কেন পিছু ডাকিস?
আনমনে হাই-হ্যালো বলে
আমায় কেন বাঁধিস।
জানি এটা তোর মনের চাওয়া নয়
শুধুই টাইমপাস
মিছে মায়ায় জড়িয়ে কেন?
আমায় শুধু কাঁদাস।
দ্বিধা দ্বন্দ্বে আছিস তুই
কোথায় ফেলবি মায়ার জাল,
কোন হাতটি ছেড়ে দিয়ে
কোথায় দিবি মোক্ষম চাল।
দুই তরীতে পা দিয়ে তুই
করেছিস চরম ভুল,
চোখের জলে দিতে হবে
সেই ভুলেরই মাশুল।
বুকে জমানো কথাগুলো আর
গুছিয়ে হল নাকো বলা,
কাব্য হয়েই রইলো সেসব
পুনর্জন্মের জন্য তোলা।
দোহাই তোরে এমন করে
কষ্ট দিসনা কাউকে,
রাগ নয় প্রিয় তবু
শুভ কামনা জানাই তোকে।