শুক্রবার , ১ নভেম্বর ২০১৯ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে কালো বাজারে বিক্রিকালে ট্রাকভর্তি খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ আটক ৫

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১, ২০১৯ ৬:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ কালো বাজারে বিক্রিকালে শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকভর্তি ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ৩১ অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার নন্নী বাজারে ওইসব চাল আটক করা হয়। একইসাথে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। আটকৃতরা হচ্ছে ট্রাক চালক মতিন মিয়া (৩৩), শ্রমিক জহুরুল মিয়া (৪২), জুয়েল মিয়া (৩৪), আনিস মিয়া (৩৪) ও মিস্টার (৩৬)। শুক্রবার বিকেলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজার এলাকায় অভিযান চালায়। ওইসময় স্থানীয় ফিরোজ চৌধুরীর ভাড়া নেওয়া গোডাউন থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল সরকারি সীলকৃত বস্তা পরিবর্তন করে সাধারণ বস্তায় ভরে ট্রাকে লোডের পর গন্তব্যে রওনা হচ্ছিল। পরে ডিবি পুলিশ ট্রাকটির গতিরোধ করে তল্লাসী চালিয়ে ৪০ বস্তা চাল আটক করে। তাদের অধিকতর তল্লাসীর এক পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির চালের খালি বস্তা উদ্ধার হয়। অভিযোগ উঠেছে, ফিরোজ চৌধুরী দীর্ঘদিন যাবত বিভিন্ন মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সংগ্রহ করে কালোবাজারে বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার রাতে আটক চালের বস্তাগুলো স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ ডিলারের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে বিক্রির কথা থাকলেও তা না করে কালো বাজারে বিক্রি করা হচ্ছিল।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, খাদ্যবান্ধব কর্মসূচির ২৪শ কেজি ওজনের ৪০ বস্তা চাল আটক করা হয়েছে। ওই ঘটনায় ৬ জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত সহযোগীদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক প্রধান আসামি ফিরোজ চৌধুরীকে গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!