ads

বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০১৯ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ব্যবহার হচ্ছে ৮৯.৪৬ ভাগ স্বাস্থ্যসম্মত শৌচাগার

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩১, ২০১৯ ১:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ‘২০০৩ সাল থেকে এ পর্যন্ত শেরপুর জেলায় ৮৯.৪৬ ভাগ স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার নিশ্চিত করা হয়েছে। তবে সকলের সহযোগিতায় ২০৩০ সালের মধ্যে শতভাগ স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।’ ২৯ অক্টোবর মঙ্গলবার জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ওই তথ্য জানান শেরপুরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জামাল হোসেন। এ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’।
বেসরকারি সংগঠন ব্র্যাক, পিএইচডি, উন্নয়ন সংঘ ও এসডিএফ এর সহযোগিতায় শেরপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি ও স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়া। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও কর্মীরা অংশ গ্রহণ করেন।
পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্বাস্থ্যসম্মতভাবে শিক্ষার্থীদের হাত ধোয়ার কলাকৌশল শেখান ব্র্যাক, শেরপুর কার্যালয়ের কর্মসূচি সংগঠক হেলেনা মাহবুব। ওই সময় শিক্ষার্থীরা সাবান ও জীবাণুনাশক তরল পদার্থ দিয়ে তাদের হাত পরিষ্কার ও পরিচ্ছন্ন করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্র তুলশীমালায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার নিরুপমা রায়, ব্র্যাক সমন্বয়ক আতাউর রহমান প্রমুখ।
সভায় প্রধান অতিথি জিয়াউল ইসলাম বলেন, আমরা যদি পরিচ্ছন্ন থাকি তাহলে আমরা রোগ জীবাণু থেকে মুক্ত থাকতে পারব। এ জন্য হাত ধোয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য খাওয়ার আগে সাবান বা জীবাণুনাশক তরল পদার্থ দিয়ে হাত পরিষ্কার ও পরিচ্ছন্ন করে নিতে হবে। তাহলে জীবাণুরা সহজে আক্রমণ করতে পারবে না এবং জনস্বাস্থ্যের সুরক্ষা হবে। তিনি আরও বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য রক্ষার জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ব্যক্তি সচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিবার থেকেও স্বাস্থ্যশিক্ষা গ্রহণ করতে হবে। সেইসঙ্গে জেলার প্রতিটি সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পানি পান, স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার ও খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়ে সচেতন করে তুলতে শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!