শ্যামলবাংলা ডেস্ক : ভারত থেকে স্বাধীনতার ঘোষণা করলেন মণিপুর রাজ্যের ভিন্নমতাবলম্বী রাজনৈতিক নেতারা। মণিপুরের এসব রাজনৈতিক নেতৃবৃন্দ ভারত থেকে স্বাধীনতা ঘোষণার পাশাপাশি ব্রিটেনে একটি প্রবাসী সরকার গঠন করেছেন। ৩১ অক্টোবর মঙ্গলবার লন্ডন থেকে আনুষ্ঠানিক ওই ঘোষণা দেন মণিপুরের মহারাজা লিসেম্বা সানাজাওবার প্রতিনিধিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম মণিপুরের স্বাধীনতা ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে।
স্ব-ঘোষিত মনিপুর রাষ্ট্রীয় কাউন্সিলের পররাষ্ট্রমন্ত্রী নারেংবাম সমারজিত বলেন, প্রবাসী সরকার এখন জাতিসংঘের সমর্থন পেতে চেষ্টা চালিয়ে যাবে। তিনি সাংবাদিকদের জানান, “আমরা এখন আইনগত বৈধ প্রবাসী সরকার পরিচালনা করবো। আজ থেকে এ সরকারের কাজ চলবে”। “আমরা বিভিন্ন দেশের স্বীকৃতি চাইবো এবং জাতিসংঘের সদস্য হওয়ার চেষ্টা করে যাবো। আশা করছি, বহু দেশ আমাদের স্বাধীনতায় স্বীকৃতি দেবে”।
মণিপুর ভারতের সবচেয়ে ছোট প্রদেশ হলেও সেখানে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। ভারতের উত্তরপূর্ব অঞ্চলের ৭টি প্রদেশ নিয়ে গঠিত সেভেন সির্স্টাসের অন্তর্ভুক্ত একটি প্রদেশ।
উল্লেখ্য, ১৯৪৭ সালে যুক্তরাজ্যের কাছ থেকে ভারতের স্বাধীনতা লাভের সময় মণিপুর ছিল প্রিন্সলি স্টেট বা রাজা শাসিত স্বতন্ত্র অঞ্চল। তবে তখন থেকেই ভারত থেকে স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন সেখানের বিচ্ছিন্নতাবাদীরা। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় মঙ্গলবার ‘প্রবাসী মণিপুর সরকার’ গঠনের ঘোষণা আসে।
