জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হউক সুস্থ্য জীবন’, ‘সকলের হাত পরিচ্ছন্ন থাক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৩০ অক্টোবর বুধবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নকলার আয়োজনে এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচি নকলার সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী রোম্মান আরা, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, সহকারী শিক্ষক আবু হানিফ ও সুরঞ্জিত কুমার বণিক, ব্র্যাকের জেলা প্রতিনিধি আতিউর রহমান, উপজেলা ম্যানেজার বিজয় কুমার পাল, কর্মসূচি সংগঠক মাহমুদ হোসেন প্রমুখ অংশ গ্রহণ করেন। আলোচনা সভা শেষে স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয়।