স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিয়ে ও ইভিটিজিংবিরোধী কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর সোমবার রাতে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কলুরচর এলাকায় আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান আশরাফুল আলম মিজান, চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী প্রমুখ। ওইসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।
