সোমবার , ২৮ অক্টোবর ২০১৯ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেননের ব্যাখ্যায় ১৪ দল সন্তুষ্ট : নাসিম

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৮, ২০১৯ ৭:৫২ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম জানিয়েছেন, নির্বাচনকেন্দ্রীক বক্তব্যের ব্যাখা দিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের দেওয়া চিঠিতে সন্তুষ্ট ১৪ দল। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
নাসিম বলেন, ‘মেননের বক্তব্যে জনমনে বিভ্রান্ত সৃষ্টি হয়েছিল। এই বিষয়টি নিয়ে আমরা তার কাছ থেকে ব্যাখ্যা চেয়েছিলাম। তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। মেনন তার দুঃখ প্রকাশের মাধ্যমে ভ্রান্তি দূর করেছেন।’
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন ও ১৪ দলের নির্বাচনী বিশ্লেষণে একমত পোষণ করেছেন রাশেদ খান মেনন। এছাড়াও তিনি তার দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি ১৪ দলের ঐক্য অটুট রাখতে চান। আমরা তার বক্তব্যে সন্তুষ্ট।’
প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর বরিশালে ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেনন বলেন, ‘আমি সাক্ষী দিয়ে বলছি,এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি, কিন্তু জনগণ ভোট দিতে পারেনি।’

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!