রবিবার , ২৭ অক্টোবর ২০১৯ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মার্কিন অভিযানে আইএস নেতা আল-বাগদাদি নিহত!

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৭, ২০১৯ ১:৩৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : আফগানিস্তানের সক্রিয় উগ্রপন্থী সংগঠন ইসলামিক স্টেট গ্রুপ যাকে তাদের নেতা হিসেবে প্রচার করে – সেই আবু বকর আল বাগদাদি এক অভিযানে নিহত হয়েছেন। এমনই দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। খবর সিএনএনের। ঊর্ধ্বতন এক মার্কিন সেনা ও সূত্রের বরাত দিয়ে সিএনএন তাদের প্রতিবেদনে বলছে, শনিবার সিরিয়ায় উত্তর-পশ্চিমে অভিযান চালায় মার্কিন সেনাবাহিনী। এই অভিযানেই আইএস নেতা আবু বকর আল বাগদাদি মারা যায়।
তবে সূত্র সিএনএন-কে জানিয়েছে, ডিএনএ এবং বায়োমেট্রিক পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে প্রকৃতপক্ষে ওই ব্যক্তিই আবু বকর আল বাগদাদী কিনা।অন্যদিকে আইএসের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, অভিযানের সময় বাগদাদি একটি আত্মঘাতি ভেস্ট বিস্ফোরণ ঘটায়। এছাড়া মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, আইএস নেতা আবু বকর আল বাগদাদির অবস্থান জানাতে সিআইএ সহযোগিতা করে। বাগদাদি মারা যাওয়ার খবর প্রথম প্রকাশ করে যুক্তরাষ্ট্রের নিউজউইক নামে এক ম্যাগাজিন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক টুইটেও বাগদাদি মারা গেছেন এমন ইঙ্গিত মিলেছে। টুইটে ট্রাম্প বলেন, ‘এইমাত্র খুব বড় ধরনের কিছু একটা ঘটে গেছে।’
গত কয়েক বছরেও বেশ কয়েকবার আল-বাগদাদির নিহত হবার খবর বেরোয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!